পঞ্চগড় প্রতিনিধি//
সম্প্রতি পূর্বনির্ধারিত জাতীয় নাগরিক কমিটি বোদা ( পঞ্চগড় ) থানার উদ্যোগে বোদা সরকারি পাইলট স্কুল মাঠে “প্রতিনিধি পরিচিতি সভা” অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সংগঠক ও প্রতিনিধি শিশির আসাদ, মাছুম বিল্লাহ্ সৌরভ,ওমর ফারুক, মাছুম রানা সহ অন্যান্য প্রতিনিধিরা।
শিশির আসাদ বলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে বোদা থানায় অন্যায় অবিচার, দখলদারিত্ব, মামলাবাজি সহ সকল দুর্নীতি মূলোৎপাটন করা হবে।
তিনি আরো বলেন বিপ্লবের পরে যে একটা ঘোষণাপত্র লাগে এ ব্যাপারে তথাকথিত রাজনৈতিক দলগুলোর কোন মাথা ব্যাথা নাই। কিন্তু ঘোষণাপত্র না থাকলে বিপ্লবের ৫০ বছর পরে হলেও হয়তো বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। তাই জুলাই ঘোষণাপত্র ও সংস্কার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশে হবেনা হতে দেওয়া হবেনা। গত শুক্রবার সভাটি অনুষ্ঠিত হয়।