বগুড়া জেলা সংবাদদাতা:
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩০০ (তিনশত) পিস টপেন্টাডল ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৫/১০/২০২৪ তারিখ রাত্রী ০০.৫০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী সাকিনস্থ সরকারী আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের গেইটের সামনে মাটিডালি টু ফুলবাড়ীগামী পাকারাস্তার উপর হইতে আসামী মোছাঃ রাশেদা বেগম (৩২), স্বামী মোঃ রফিকুল ইসলাম, সাং-আশোকোলা পূর্বপাড়া, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ৩০০ (তিনশত) পিস টপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।