পারভেজ সরকার,দেবিদ্বার/
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ শরিফ মুন্সির উপর একই গ্রামের ঘাতক জালাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, পরিকল্পিত, অর্তকিত ও বর্বরোচিত হামলা প্রতিবাদে এবং বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
বুধবার ৮ ডিসেম্বর বিকেল ৪ টার সময় বারুর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তরা বলেন, শরিফ বারুর গ্রামের একজন কৃতি সন্তান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। এলাকার একজন ভদ্র নম্র চরিত্রের ছেলে। গত ৫ তারিখ এলাকার কিছু ছেলেরা খেলাধুলায় ঝগড়া হলে এ বিষয়টি সে সমাধান করতে গেলে। একই গ্রামের শের আলীর পুত্র বখাটে জালাল হোসেন শরিফকে ছুড়িকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুমিল্লা চিকিৎসাধীন। বারুর গ্রামে অতীতে এমন নেক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে ঘাতককে বিচারের আওতায় আনা ও বারুর গ্রাম থেকে অবাঞ্চিত ঘোষণা করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারুর গ্রামের কৃতি সন্তান, হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আর্দশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সফিউল আলম মাষ্টার, জাফরগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান মাষ্টার,মোঃসেলিম মাষ্টার, প্রবাসী হারুরুর রশিদ, মোঃ সফিক মুন্সি, মোঃ আমির হোসেন, মোঃ শুভ সরকার, শাহীন কাদির, আকিব হোসেন, মোকলেছুর রহমান সরকার, মোঃ জসিম উদ্দিন, মোঃ মবিন মুন্সিসহ অত্র গ্রামের গন্যমান্য সকল শ্রেনী পেশার লোকজন।