এস এম আসাদুল্লাহ, পঞ্চগড় জেলা প্রতিনিধি//
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত হয়েছিলেন পঞ্চগড়ের মোট পাঁচজন। নিহত পাঁচ পরিবারের মধ্যে চার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নিহতদের পরিবারে হাতে নগদ অর্থ তুলে দেন।
সহযোগিতা পাওয়া পরিবারগুলো হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাগর ইসলাম (২১), দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামের সাজু মিয়া (২৬), বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানহাট এলাকার আবু ছায়েদ (৪২), দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলাপাড়া গ্রামের শাহাবুল ইসলাম শাওন (২৮)।
নিহত পরিবারগুলোকে অর্থ সহায়তা প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব বলেন, পঞ্চগড়ে আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যতটুক আর্থিক ভাবে সহযোগিতা করা যায় ততটুক আর্থিকভাবে সহযোগিতা করতে আমরা এসেছি।
এ সময় পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফজলে রাব্বী,মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, আশিকুজ্জামান, রাশিদুল ইসালাম রাশেদ ও বিশিষ্ট সমাজ সেবক বিখ্যাত ব্যক্তি শিশির আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।