জেলা প্রতিনিধি :
বোদা থানা (পঞ্চগড়) জাতীয় নাগরিক কমিটি’র প্রতিনিধি কমিটি গঠন, নেতৃত্বে লেখক ও সমাজসেবক শিশির আসাদ।
রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করাকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি বোদা থানায় ১৮১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী ) নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি কমিটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন- শিশির আসাদ, মোঃ মাছুম রানা, হাফেজ মোঃ আবু ইউসুফ, মোঃ ওমর ফারুক, মোছাঃ জান্নাতুন নাঈম, মোছাঃ সেলিনা আক্তার শাহানাজ, মোছাঃ আয়শা সিদ্দিকা, মোঃ আনোয়ার হোসেন, মাধব রায় মিকু, মোঃ মকবুলার রহমান মুন্না, মোকছেদুল ইসলাম শুভ ও মো: মাছুম বিল্লাহ্ (সৌরভ) সহ অনেকেই।