বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এর আগে তাঁর বাবা ১০ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে তিনি বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি নদীতে ডুবে গেছেন। গভীর রাতে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলেও অনেকে মনে করছেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয়দের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


