নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছে।
রবিউল ইসলাম ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশাখালী গ্রামের ছয়ফল মাতব্বরের ছেলে।
রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের বাইশাখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রবিউল ইসলাম মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


