মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় গত কয়েকদিন যাবত বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করে আসছেন সাবেক এল জিডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাফিকুল হক জয় নিজ অর্থায়নে বিএনপি’র ব্যানারে তিনি এই কাজ করে যাচ্ছেন।
আজ ২০ জানুয়ারি সোমবার সকাল ১১ টা থেকে চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় মাঠ, মাছিমপুর উচ্চ বিদ্যালয় মাঠ সহ আরো কয়েকটি স্থানে শিত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স-বিএনপি’র কোষাধক্ষ সাইফুল ইসলাম
তিনি বলেন রামগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই নিজ নিজ ভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য কিন্তু আমাদেরকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 89 তম জন্মবার্ষিকী গতকালকেই পালিত হয়েছে আপনারা সবাই জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আজকে এই অনুষ্ঠানে আপনারা জানেন মুশফিকুল হক জয় নিজ অর্থায়নে আপনাদেরকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করতেছে আগামী দিনে যেন আপনাদের পাশে থাকতে পারে সেই আস্থাটুকু তার প্রতি রাখবেন।
প্রধান অতিথি মাসফিকুল হক জয় বলেন আমি আমার বাবার মত আপনাদের পাশে থাকতে চাই আপনারা সবাই আমার বাবাকে চেনেন, তিনি রামগঞ্জের জন্য কি করে গেছেন মানুষ তার এই উন্নয়নের কথা এখনো বলে। আমার বাবাকে বলা হয় রামগঞ্জে আধুনিক রূপকার আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আপনাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। আজকে আমি আপনাদের জন্য অল্প কিছু উপহার নিয়ে এসেছি ইনশাল্লাহ সামনে আরো নিয়ে আসবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল হক, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম
ও চন্ডিপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।