মোহাম্মদ তারেক রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর রামগঞ্জে বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬নং লামচর ইউপির পানপাড়া হাইস্কুল মাঠে এ খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম জিলানীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম- মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ইমাম হোসেন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবয়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।