মোহাম্মদ তারেক (লক্ষীপুর( রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসায়ি, দৈনিক জাগরণ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য, বর্তমান
রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক
সোহেল হোসেন চৌকিয়া কে শুক্রবার দুপুরের রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করেছে থানা এস আই মজিবুর রহমান। গ্রেফতারকৃত সোহেল চৌকিয়া রামগঞ্জ পৌরসভার নয় নাম্বার ওয়ার্ডের মধ্যে আঙ্গার পাড়া গ্রামের চৌকিয়া বাড়ির সাবেক বিএনপি নেতা
মোঃ বাবুল চৌকিয়ার ছোট ছেলে।
সাংবাদিক মহলের জানা মতে সোহেল হোসেন চৌকিয়া
রাজনীতি ও ব্যবসা করার পাশাপাশি সাংবাদিকতার দ্বায়িত্ব পালন করে আসছেন। গত ১০ বছর আ,লীগ নেতা ও সাবেক এমপি আনোয়ার হোসেন খানের আস্থাভাজন না হওয়ায় নিজ দলের বৈষম্য ও হয়রানির শিকার হয়েছেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান
গ্রেফতারকৃত সোহেল হোসেন সাংবাদিকতার কারণে নয়,তার বিরুদ্ধে রাজনৈতিক নাশকতা ও মারামারির মামলার অভিযোগ রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাকে আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেল হাজতে সোপর্দ করা হয়েছে।