নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাসিবুর রহমান (৩১) নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওষুধ বিক্রি ও ভুয়া পদবি ব্যবহারের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া ডাক্তার হাসিবুর রহমান লতাবর এলাকার সামছুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর সনদ ছাড়া রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখেন। মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও ভুয়া পদবি ব্যবহারের দায়ে হাসিবুরকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঔষধ বিক্রি ও ভুয়া পদবি ব্যবহার করে রোগী দেখছে। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কায় ছিল। ভুয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে মেডিকেল ও ডেন্টাল আইনে ২০১০ এর ২৯ ও ৩০ ধারায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


