পারভেজ সরকার,দেবিদ্বার (কুমিল্লা থেকে)//
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সামরিক বাহিনীর একজন মেজর হিসাবে ২৬ মার্চ স্বাধীনতার ডাক দিলে সামরিক ও বেসামরিক বাহিনীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। আর না হয় দেশের মানুষ স্বাধীনতার জন্য যে লড়াই করেছিল সে লড়াই বাস্তবায়ন হতো না। গতকাল মঙ্গলবার বিকালে দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে কুমিল্লা-৪ আসনের চারবারের এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এসব বক্তব্য তুলে ধরেন।
এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভূয়া মামলায় বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলো। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দিয়েছে। অনেকেই হাতকড়া পড়ে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এ সব কিছুর জবাব আমরা তাদের মত করে দিবোনা। আমরা আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এসবের জবাব দিবো।
উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহমানের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ওই কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বেলজিয়া বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রুহুল, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসেন ও নাজমুল হাসান প্রমুখ।