মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি//
শিবগঞ্জের পিরব ভাটরা ফকিরপাড়ার জাহিদুলের ছেলে মেহেদী হাসান ফাতেমা (১৫) কে নিয়ে উধাও!!
জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা ফকিররপাড়া গ্রামের জাহিদুলের ছেলে মেহেদী হাসান একই এলাকার বেলালের স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা (১৫) কে নিয়ে উধাও।
একই এলাকার চাঁপাচিল গ্রামের বেলালের বাড়িতে
কাজ করতে আসা মেহেদী নামের এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ওই কিশোরীর। গত কয়েক মাস যাবৎ প্রেমিক মেহেদীর ফাঁদে পড়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায় ১৫ বছর বয়সী ওই কিশোরী।
অতঃপর বগুড়ার এক স্থানীয় সংশ্লিষ্ট কাজী অফিসে জনৈক মৌলভী সাহেবের দ্বারা বিবাহ করেন।
একদিকে মেয়ে ও ছেলে প্রাপ্ত বয়স না হওয়া ওই মেয়ের পরিবার মেহেদী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের মেয়েকে যেন ফিরেয়ে দেওয়া হয়।