মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও কুসপুপ্তলিকা দাহ করা হয়েছে, পরে উপজেলা বি এন পি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
পৌর বি এন পি, র সভাপতি সাহাদত হোসেন ছনিকে বহিষ্কার করার দাবিতে পৌর বি এন পি,র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে ছনির কুসপুপ্তলিকা দাহ করা হয়েছে, পরে বি এন পি,র অফিস কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে, পৌর বি এন পি, র সাধারন সম্পাদক কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বি এন পি,র উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন ( বেবি) সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা মহিলাদল,এতে আরও বক্তব্য রাখেন শাহীন মিয়া,শফিকুল ইসলাম ভুট্টা মিয়া,হামিদ, সেলিম, মোমিন আকন্দ, আসাদুজ্জামান খোকন, মাহমুদুল হাসান ( শুভ), বাদশা মিয়া, হান্নান মিয়া,জিয়াউল হক লিমন,মেহেদী হাসান মুরাদ প্রমুখ।