হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে মাদক সেবন নিষেধ করায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত মোঃ রামেল মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি জিনারী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তেতুলিয়া গ্রামের লাল মিয়ার মাদকসেবি ছেলে নাঈম মিয়া ও তার দলবল কয়েকদিন ধরে জিনারী গ্রামের কানাবাড়ি রাস্তার পাশে প্রকাশ্যভাবে মাদক সেবন করছিল। রামেল মিয়া তাদের মাদক সেবনের প্রতিবাদ করলে কথাকাটাকাটি হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে একা থাকাকালেই তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত রামেলকে উদ্ধার করে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জিনারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার মুনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


