(রাজারহাট) কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান।
কুড়িগ্রাম খাদ্য গুদাম রোড সংলগ্ন রেলগেটে রমনাবাজারগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, অলৌকিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার ফলে রেল ক্রসিংগুলোতে গেটম্যানের অনুপস্থিতি এবং নিরাপত্তার চরম ঘাটতি আবারও সামনে এসেছে।
দুর্ঘটনার বিবরণ
আজ, বুধবার (১৯ নভেম্বর, ২০২৫), কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়ার পর আউটার গেট এলাকায় ৪২২নং রমনা লোকাল ট্রেনের সঙ্গে রেললাইন পার হতে যাওয়া একটি রৌপ্য রঙের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটির বাম্পারসহ সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের ভিড় জমে যায়। প্রাথমিক তথ্যানুযায়ী, মাইক্রোবাসের চালক ও যাত্রীরা অক্ষত অবস্থায় দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
গেটম্যানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে।
”রেলগেটটিতে কোনো গেটম্যান ছিল না, যার ফলে চালক হয়তো ট্রেনের আগমন সম্পর্কে সতর্ক হতে পারেননি। রেলক্রসিং পারাপারে সকলকেই আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।”
অরক্ষিত রেলগেটগুলোতে সংকেত বা গেটম্যানের অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে, যা যাত্রী ও পথচারীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই গেটগুলোতে স্থায়ী গেটম্যান নিয়োগের দাবি জানিয়ে আসছেন।
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে রেলওয়ে বা স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল যে, গেটম্যানবিহীন রেল ক্রসিংগুলো স্থানীয় জনসাধারণের জন্য কতটা বিপজ্জনক।
কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এই অরক্ষিত রেলগেটে গেটম্যানের ব্যবস্থা করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় মানুষজন।


