ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • কেরাম বোর্ড নিয়ে সংঘর্ষ আমতলীতে ১৪ জন হাসপাতালে

    admin
    September 13, 2025 9:47 pm
    Link Copied!

    বরগুনা প্রতি‌নি‌ধি//

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া এলাকায় কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

    জানা যায়, দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের কালু চৌকিদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদারের বাড়ির সামনে শনিবার দুপুরে যুব মীরা (১৪), আরাফাত (১৮), সাগর (২০) ও অলিউল্লাহ চৌকিদার (১৭) কেরাম বোর্ড খেলছিলেন। খেলার একপর্যায়ে অলিউল্লাহর সঙ্গে অন্য তিনজনের কথাকাটাকাটি হয়। এরই জেরে দুইপক্ষ রামদা, দা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে আহতরা হলেন: মীর আমির হামজা (৩০), মীর রফিকুল ইসলাম (৪০), মীর আলমাছ (৫০), মীর আব্দুল মালেক (৫০), মীর নাসির (৬২), মীর আল-আমিন (৬২), মীর শামীম (৩৪), মীর মোস্তফা (১৪), মজনু চৌকিদার (৫০), মাহবুব চৌকিদার (৪০), হাসান চৌকিদার (২৫), আবুল বাশার চৌকিদার (৪৫), রিয়াজুল চৌকিদার (২৮), এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হেনা বেগম (৪০)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।

    আহত নাসির মীর অভিযোগ করে বলেন, কেরাম খেলা নিয়ে ছোটদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কালু চৌকিদারের বাড়ির ৮-১০ জন আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। লাঠি, রামদা ও দা দিয়ে কুপিয়ে আমাদের ৮ জনকে গুরুতর জখম করা হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    অপরপক্ষের মজনু চৌকিদার বলেন, প্রতিপক্ষের ১২-১৩ জন লোক আমাদের ওপর হামলা চালায় এবং আহত অবস্থায় আমাদের একটি ঘরের মধ্যে আটকে রাখে, যাতে আমরা চিকিৎসা নিতে না পারি। পরে গ্রামবাসী, পুলিশ ও বিএনপির নেতারা এসে আমাদের উদ্ধার করেন। আমরাও এই ঘটনার বিচার দাবি করছি।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা জয়দেব হাওলাদার জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST