ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কুলানন্দপুর মধ্যপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উপজেলার কুলানন্দপুর স্বপ্নপূরণ একাদশ ক্লাবের আয়োজনে এবং রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে একটি গরু ও একটি খাসি নির্ধারণ করা হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উত্তর দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বদিউজ্জামান। সহ-সভাপতিত্ব করেন বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছার রহমান এবং বুলাকীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লেলিন, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, দপ্তর সম্পাদক এ টি এম মাফিজুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কুলানন্দপুর স্বপ্নপূরণ একাদশ ক্লাবের সভাপতি মাসুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বিরামপুর ও গোবিন্দগঞ্জ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে গোবিন্দগঞ্জ দল বিজয়ী হয় এবং চ্যাম্পিয়ন হিসেবে একটি গরু পুরস্কার অর্জন করে। রানার্সআপ হিসেবে বিরামপুর দল একটি খাসি লাভ করে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


