ঢাকাSunday , 23 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলে চোরাই ২৫টি মোবাইল ফোন উদ্ধার, পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

    admin
    November 23, 2025 10:01 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড সংলগ্ন সুমন সুপার মার্কেটের রাইশা টেলিকম অ্যান্ড মোবাইল এক্সেসরিজ দোকান থেকে চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন ও ১১ হাজার ২২০ টাকার এমবি ও মিনিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ৩টা ৭ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শাটার কৌশলে খুলে মূল্যবান মোবাইল ফোন ও রিচার্জ কার্ড চুরি করে পালিয়ে যায়। পরে দোকান মালিক আবু তালেব বিশ্বাস (২৫) নড়াইল সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

    মামলার পরপরই নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের নির্দেশনায় তদন্তে নামে পুলিশের চৌকস একটি টিম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নেতৃত্বে ২০ নভেম্বর রাত ৩টা ৪০ মিনিটে খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়।

    অভিযানে মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) নামের দুই পেশাদার চোরকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সব ২৫টি মোবাইল ফোন এবং এমবি-মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার দুইজনই খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে।

    গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST