এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
বিএনপি ও আ.লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছিল” বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম।
বুধবার(২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম বলেন, ৫৩ বছর শেষে ৫৪ বছর স্বাধীনতার বয়স চলছে। কিন্তু এই সময়ে যারা দেশ পরিচালনা করেছিল তাদের একজনকেও স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেখিনি। বরং আমরা দেখলাম দেশটাকে তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে,দুর্নীতির দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে। তিনি বলেন,বিএনপির সময় দেশটা তিনবার দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে। আওয়ামী লীগের সময়ও দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে। তাদের দেশ পরিচালনা আমরা দেখেছি।
চরমোনাই পীর বলেন, তামাম দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন একটি পিপীলিকার পর্যন্ত স্বাধীনতা বাস্তবায়ন হয়েছিল। তিনি বলেন,বাংলাদেশের ভেতর শতকরা ৯৯ জন মুসলমান বসবাস করেন। এই দেশটাকে স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল,পঙ্গু হয়েছিল। স্বাধীনতার মুল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তিনটা। সাম্য,মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোস্তফা কামাল, জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার প্রমুখ। জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।


