মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ঝড়কা বাজারে মেসার্স শান্ত ট্রেডার্স কে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি)জাহিদুর রহমান।বুধবার( ৭জানুয়ারী)বিকাল ৪টায় এ জরিমানা করা হয়। প্রেস রিলজ থেকে জানা যায় পৌর এলাকার ঝড়কা বাজারে মেসার্স শান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী বোতলজাত(লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস)এলপিজি সরকার নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দামে বিক্রি করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান যদি নির্ধারিত মুল্যর চেয়ে এলপিজি বেশী দামে করলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


