ঢাকাThursday , 8 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ১২ দিন পর মূল পরিকল্পনাকারী ইয়াছিন ডেমরায় গ্রেপ্তার

    admin
    January 8, 2026 4:24 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও ঘটনার নেতৃত্বদানকারী ইমাম ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ সহায়তায় রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ দিন আগে পাইওনিয়ার নীটওয়্যারের শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত ইয়াছিন এলাকা ছেড়ে পালিয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তিনি গত প্রায় দুই সপ্তাহ দেশের বিভিন্ন জেলার একাধিক মাদ্রাসায় ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন।

    জেলা গোয়েন্দা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তাতে সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের জন্য রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে।

    উল্লেখ্য, দিপু হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST