ঢাকাWednesday , 7 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘুষের টাকাসহ আটক

    admin
    January 7, 2026 11:18 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম তাকে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে আশরাফুল আলমকে।

    যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলআমিন বলেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্য অনুযায়ী আজ বিকালে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়।

    এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। এই মামলায় আশরাফুল আলমকে গ্রেফতার দেখানো হবে।

    উল্লেখ্য, শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলনের বিষয়ে এ ঘুষ লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST