নিজস্ব প্রতিবেদক
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম তাকে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে আশরাফুল আলমকে।
যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলআমিন বলেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্য অনুযায়ী আজ বিকালে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। এই মামলায় আশরাফুল আলমকে গ্রেফতার দেখানো হবে।
উল্লেখ্য, শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলনের বিষয়ে এ ঘুষ লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।


