ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীতে মাটি কাটার দায়ে ১৩ জনের ১৫ দিনের জেল, ২ লাখ টাকা জরিমানা

    admin
    January 27, 2026 9:10 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ীর পাংশায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে ১৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড ২ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন, পাংশার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
    কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
    ১. আজাদ খা, ২. বাদশা মন্ডল, ৩. আরিফুল ইসলাম, ৪. মনা শেখ, ৫. আমিন শেখ, ৬. মলিন শেখ, ৭. শান্ত শেখ, ৮. শুকুর, ৯. লোকনুজ্জামান, ১০. রাসেল খান, ১১. সজীব প্রামানিক, ১২. সোহাগ মন্ডল ও ১৩. আল আমিন।
    এছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আসলাম ও রাকিব সরদার নামে ২ জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ বলেন, ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
    তিনি আরও বলেন, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST