নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে প্রশাসনে নতুন দায়িত্ব নিয়ে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাচ্ছেন এই তরুণ ও মেধাবী কর্মকর্তা।
আশেক হাসান সাগর পূর্বে ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি দায়িত্বে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার কারণে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে সবসময় প্রশংসিত ছিলেন।
পারিবারিক পরিমণ্ডলে আশেক হাসান সাগর একজন শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তাঁর বাবা সমাজসেবক ও বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া স্থানীয়ভাবে পরিচিত ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। মা শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত। বড় ভাই মাহাবুব হাসান বাবর মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারে থাকা এই মূল্যবোধ, শিক্ষা ও নৈতিকতা তাঁর কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
যশোরের জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আশেক হাসান সাগর বলেন, এই গৌরবময় অর্জনের পুরো কৃতিত্ব আমার বাবা-মায়ের। তাঁদের নৈতিকতা, পরিশ্রম ও দোয়া আমাকে আজকের জায়গায় এনেছে। আমি সবসময় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। দেশের মানুষকে সেবা করাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও জানান, যশোরের উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা, সেবা নিশ্চিতকরণ ও জনগণের সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমের সঙ্গে কাজ করবেন।
মুকসুদপুরের স্থানীয় জনসাধারণ ও শুভানুধ্যায়ীরা আশেক হাসান সাগরের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।


