ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
শুক্রবার(১৪নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় এ কর্মসূচি হয়।গণসংযোগে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রচারে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি, সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলাম ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।নেতারা লিফলেট বিলি করে সাধারণ ভোটারদের সামনে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, পাহাড়ি জনপদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় সমস্যার সমাধানে ওয়াদুদ ভূইয়া অগ্রাধিকার দেবেন।ণসংযোগ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ‘ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে। সহাবস্থান ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন এগিয়ে যাবে।’তিনি আরও বলেন,‘ বেকারত্ব কমাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবকদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। খাগড়াছড়ির মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষের পক্ষে সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হবে।’


