তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠানের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে হোমনা পৌরসভার বাগমারা এলাকায় অবস্থিত পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।


বাড়ির কেয়ারটেকার নাজমা বেগম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ২০–২৫ জনের একটি সন্ত্রাসী দল মেইন গেট ভেঙে বাড়িতে ঢোকে। এ সময় তারা বিল্ডিংয়ের দরজা-জানালার কাচ ভাঙচুর করে, সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় এবং ভয়-ভীতি ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। যাওয়ার সময় তারা “মাহবুব কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করতে” বলে হুমকি দেয়।
খবর পেয়ে হোমনা থানার এসআই জীবন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, মুকবুল হোসেন পাঠান আছাদপুর ইউনিয়নের ঘনিয়ার চর গ্রামের আবদুল হাকিম পাঠানের ছেলে। তিনি জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জুলাই–আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ক্ষমতাচ্যুত হন।


