মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা
গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীর বোনারপাড়া সড়কে লতা মেডিকেল ফার্মেসীর মালিক ( ডাক্তার নওশের জাহান( রিয়ন ) এর উপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে রবিবার (৩০শে নভেম্বর )২০২৫ ইং দিবাগত রাত ১১/ থেকে সাড়ে ১১/ টার দিকে বাদিয়াখালী থেকে ফার্মেসী বন্ধ করে বাড়ি ফেরার পথে বোনারপাড়া মেইন সড়কের রামনাথেরভিটা গ্রামের পল্লী ডাক্তার সাইদার রহমানের বাড়ির দক্ষিণ পার্শে অবস্থিত কালভ্যাট ব্রীজের পৌঁছাতে বাদিয়াখালী থেকে ছেড়ে আসা একটি মটর সাইকেল সহ দুইজন এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে এবিএম নওশের জাহান রিয়ন এর উপর হামলা করে কালো রঙের ব্যাগে থাকা টাকা ও মোবাইল দোকানের চাবি সঙ্গে থাকা মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় ডাক্তার রিয়ন বাধা দেওয়ায় চেষ্টা করলে তার মাথায় আঘাত করার চেষ্টা করে, মাথায় না লেগে ডান হাতে গিয়ে লাগলে আহত হয়ে যায়, ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানায় একটি অজ্ঞাত নামা মামলা করার প্রস্তুতি চলছে।


