এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হোসেন মহোদয়ের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানাতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই নতুন জেলা প্রশাসকের মানবিকতা, কর্মস্পৃহা ও দায়িত্ববোধ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
অনেকেই মন্তব্য করেন—
“অনেকদিন পর কুষ্টিয়াবাসী একজন প্রকৃত মানবিক জেলা প্রশাসক পেল।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন তাঁর বক্তব্যে বলেন—
আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আমি যতদিন এখানে থাকবো, আমি কিছু নিতে আসিনি। আমি এখানে এসেছি নির্মোহভাবে কাজ করতে। এটা সম্পূর্ণ সত্য কথা। এই সামান্য পৃথিবীতে দু’টাকা–পয়সা আমাকে টানে না। আমি যেদিন যাবো, আমার কাজের মাধ্যমেই আমাকে মিলিয়ে নেবেন।
তিনি আরও বলেন—
কুষ্টিয়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদমাধ্যম—সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। আপনাদের সঙ্গে নিয়ে আমি এই জেলার জন্য আন্তরিকভাবে কাজ করতে চাই।
সভায় কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পুরো সভা ছিল সৌহার্দ্যপূর্ণ, প্রাণবন্ত এবং অত্যন্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন।


