মোঃ ইয়াছিন আকাশ
চট্টগ্রাম প্রতিনিধি
দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান ও দানবীর আলহাজ্ব সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম । রবিবার ভোরে ঢাকাস্থ একটি বেসরকারি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি রাজিউন।
মৃতুকালে তিনি ৬ পুত্র, ৫ কন্যা, পুত্রবধু নাতি-নাত্মী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রবিবার দুপুরে হেলিকপ্টারে তার মরদেহ পটিয়ায় নিজ বাড়িতে আনা হয়। বাদে আসর মরহুমের নামাজে জানাযা পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার ২০-২৫ হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের সকল সদস্য বর্তমানে দেশের বাইরে, সিঙ্গাপুরে অবস্থান করছেন। ফলে তাঁরা মরহুমার জানাজা ও দাফনে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।