ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • কালাইয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    admin
    December 16, 2024 5:19 pm
    Link Copied!

    মো: মিশিকুল মন্ডল
    স্টাফ রিপোর্টার

    জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন
    সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালে যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৩১বার তোপধ্ব্নি মাধ্যমে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একে একে পুস্পস্তবক অর্পন মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়।

    মহান বিজয় দিবসটি সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় কালাই
    উপজেলা প্রশাসন, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব কালাই, কালাই প্রেসক্লাব, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট, কালাই জিয়া পরিষদ, কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন ও কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখাসহ
    বিভিন্ন পেশাজীবী মানুষেরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

    এরপরে সকাল সাড়ে সাতটায় কালাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রাঙ্গণে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.মৌদুদ আলম, কালাই পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম, কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. আনিছুর রহমান তালুকদার, কালাই জিয়া পরিষদের সভাপতি ও সাংবাদিক মো. আতাউর রহমান, কালাই জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মো. তামিন সরকার, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজ, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, কালাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তোতা, কালাই পৌর আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল, কালাই উপজেলার মহিলা দলের নেত্রী আরজিলা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কালাই উপজেলার সকল কর্মকর্তাবৃন্দেরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দেওয়া ও মোনাজাত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST