বিপ্লব মজুমদার,সাতক্ষীরা:
দক্ষিণের জেলা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কালীবাড়ি মিলন মন্দির কমিটির এক বিশেষ সভা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার সময় মন্দিরের প্রাত্যহিক হরিনাম ও প্রার্থনা শেষে পূর্ব নির্ধারিত স্থানে কমিটির সদস্যদের উপস্থিতিতে পবিত্র গীতা পাঠের মাধ্যমে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। মন্দিরের সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ কুমার বসুর সঞ্চালনায় ও মন্দির কমিটির সভাপতি বাবু দীনবন্ধু অধিকারীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রথমে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও দেশের বর্তমান বন্যা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়।এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মদিন উপলক্ষে সকলে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় মন্দির কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য আলোচনা পূর্বক মত বিনিময় করেন।উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বাবু রণজিৎ বিশ্বাস, বাবু সন্ন্যাসী কর্মকার উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ কুমার বসু,যুগ্ম সম্পাদক বাবু কার্তিক সরদার ও যুগ্ম সম্পাদক বাবু পলাশ সরদার মন্দিরের চলমান কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবহিত করেন। দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন পূজার ব্যয় সংকোচন করে চাম্পাফুল কালীবাড়ি মিলন মন্দির কমিটির পক্ষ থেকে বন্যা পীড়িত মানুষের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নগদ অর্থের অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্দিরের সহ সভাপতি বাবু রঘুনাথ মণ্ডল,সহ সভাপতি বাবু মুকুল সোম, কমিটির কোষাধ্যক্ষ বাবু আশুতোষ অধিকারী, সহ কোষাধ্যক্ষ বাবু লক্ষ্মণ সরদার, হিসাব রক্ষক বাবু রিপন অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক বাবু দীনবন্ধু মজুমদার,সহ হিসাবরক্ষক বাবু গোবিন্দ পাল,সহ সাংস্কৃতিক সম্পাদক বাবু উত্তম মণ্ডল,বাবু নিমাই দেবনাথ, বাবু বিকাশ কুণ্ডু,বাবু মিলন পাল,বাবু দেবাশীষ রায়,বাবু জগ কর্মকার,বাবু দীনবন্ধু সরকার প্রমুখ । সভায় মন্দিরের যুব কমিটির সাধারণ সম্পাদক বাবু নিশান সরকার বলেন,মন্দিরের যুব কমিটির সেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মন্দিরে থাকবে এবং সে আনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।এছাড়া সভায় অন্যান্যের মধ্যে মন্দিরের যুব কমিটির যুগ্ম সম্পাদক বাবু রাজু মন্ডল, যুগ্ম সম্পাদক বাবু মিলন সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু গোবিন্দ সরদার, যোগাযোগ সম্পাদক বাবু সঞ্জয় দাস,সাংস্কৃতিক সম্পাদক বাবু রণজিৎ মণ্ডল,সহ প্রচার সম্পাদক বাবু মিঠুন কর্মকার,বাবু শুভ খাঁ, সদস্য সুজিত সরকার, সুমন সরকার উপস্থিত ছিলেন। এই ঐতিহ্যবাহী চাম্পাফুল কালীবাড়ি মিলন মন্দিরে ১৯২৫ সাল থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কালী পূজা ও শারদীয় দুর্গা পূজা পালিত হয়ে আসছে।