ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় বালু উত্তোলনে চুক্তিভঙ্গ ইজরাদারকে এক লক্ষ টাকা জরিমানা”

    admin
    October 1, 2025 11:44 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ : কুলাউড়া, মৌলভীবাজার।

    কুলাউড়ায় মনু নদীতে ইজারা চুক্তি ভঙ্গ করে রাজাপুর সেতুর পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    ভূমি অফিস সূত্রে জানা যায়, মনু নদীর বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি, তাঁর সহযোগী দীপক দে গং মনু নদীর ওপর নির্মিত রাজাপুর সেতু এলাকায় এক কিলোমিটারের মধ্যে দীর্ঘদিন থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম সেখানে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপির ব্যবসায়িক সহযোগী আশরাফ খানকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইজারা চুক্তি ভঙ্গ করে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, এরআগে গত ২ সেপ্টেম্বর উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় ইজারা চুক্তি ভঙ্গ করে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তাঁর সহযোগী দীপক দে গংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বালু মহালের সরকারি ইজারা চুক্তি ভঙ্গ করে কুলাউড়ার জনগুরুত্বপূর্ণ কটারকোনা ব্রীজ ও রাজাপুর সেতুর পাশ থেকে মেশিন বসিয়ে তারা অবৈধভাবে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST