ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রাণিসম্পদ ও মন্ডল ডেইরি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ) বিকেল ৩টায় ঘোড়াঘাট পৌরসভায় অবস্থিত প্রকল্প এলাকায় তিনি পৌঁছান এবং বিকেল ৫টায় বিস্তারিত পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক এবং স্থানীয় মন্ডল ডেইরি ফার্মের মালিক কৌশিক মন্ডল।
অতিরিক্ত সচিব প্রকল্পটির অগ্রগতি ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।


