মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে দশম গ্রেড বাস্তবায়ন দুইদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
সোমবার সকালে(৭অক্টোবর )জামালপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে ৭ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুইদিন ব্যাপী কর্মবিরতি,সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত সরকারের সকল মন্ত্রণালয়,অধিদপ্তর,পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং)ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন দারিতে আয়োজন করেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট,বক্তব্য রাখেন জেলা পরিষদের সার্ভেয়ার নাজমুল হাসান বকশিগঞ্জ উপজেলার সার্ভেয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আল জুবায়ের সহ সকল দপ্তর কর্মরত,সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার সার্ভেয়ার গন উপস্থিত ছিলেন