মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুনিয়র স্টার স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুনামেন্ট
“ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন ”
১ম পুরুস্কার স্মার্ট এল ই ডি টেলিভিশন

ফাইনাল খেলায় যে দল দুইটি অংশগ্রহণ অংশ গ্রহণ করেছেন।
চ্যাম্পিয়ন /( ০১ গোলে) এগিয়ে তুলশীঘাট স্টার স্পোর্টিং ক্লাব
রানার্সআপ / সরকারতাড়ী নয়াপাড়া বাদিয়াখালী
ম্যানঅফদা ম্যাচ, তুলশিঘাট স্টার স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার ১০ মামুন,
প্রধান অতিথি, জনাব গোলাম রহমান সুমন
সাধারণ সম্পাদক বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি
বিশেষ অতিথি বৃন্দ /
জনাব/ মোঃ মোস্তফা মিয়া (সিনিয়র সহ) সভাপতি বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি
জনাব/ মোঃ আবুল কালাম আজাদ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদিয়াখালী
জনাব/ মোঃ মমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী
মাঠে ছিলো দারুণ উত্তেজনা, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখর ছিলো দর্শক গ্যালারি।
পুরুস্কার বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠন ও উৎসাহী দর্শকরা।
“এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং যুব সমাজের মেধা ও মনন গঠনের এক শক্তিশালী মাধ্যম যা যুবসমাজকে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা,


