ঘোড়াঘাট (দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বালুর ট্রাকের নিচে চাপা পড়ে জহুরুল ইসলাম (৫৮) নামের এক ভ্যানের যাত্রীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ওই ভ্যানের চালকসহ দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (১১ই অক্টোবর) বিকেল ৫ টায় বিরামপুর পৌরশহরের নবাবগঞ্জ-বিরামপুর আঞ্চলিক সড়কের কুঁচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার ধানঘরা এলাকার আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৫৮)।
আহতরা হলেন, ভ্যানের যাত্রী মিলন হোসেন ও এজার উদ্দিন।তারা দুজনেই বিরামপুর উপজেলার স্থানীয় বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে একটি বালুবাহী মেসিগাড়ি নবাবগঞ্জ দিক থেকে বিরামপুর আসছিল। একই সময় বিরামপুর থেকে একটি ভ্যানগাড়ি তিনজন যাত্রী নিয়ে ধানঘরা দিকে যাচ্ছিল।পথে কুঁচিয়া মোড় এলাকায় বালুবাহী মেসিগাড়িটি ভ্যানগাড়ি চাঁপা দেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী জহুরুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানের অন্য তিন যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমতাজুল হক জানান, শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক নিহত ও দুই জন আহত হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।