ঢাকাTuesday , 10 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা

admin
September 10, 2024 8:37 pm
Link Copied!

মোহাম্মদ তারেক, (লক্ষীপুর) রামগঞ্জ প্রতিনিধি//

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোঃ রাকিবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে নিহত রাকিবের বাবা আবুল খায়েরের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আবুল হোসেন, জেলা ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট হাসানুল বান্না, শিবিরের জেলা সভাপতি মনির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসাইন, সূরা ও কর্ম পরিষদ সদস্য দেওয়ান মোঃ ইউসুফ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস, শিবির নেতা মোঃ জুয়েল হোসেন এবং মাওলানা মুহাম্মদ খালেদ ফারুকী প্রমূখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রামগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মাল গাজী বাড়ির বাসিন্দা মোঃ আবুল খায়েরের ছেলে স্কুল ছাত্র মোঃ রাকিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST