লক্ষীপুর প্রতিনিধি//
লক্ষীপুরে মঙ্গলবার রাত ৯টার সময় রামগঞ্জে ভাদুর ইউনিয়নের মধ্যভাদুর গ্রামের ঠারি ও জুগি বাড়ি সংলগ্ন এবং সুধারাম ব্রীজের দক্ষিন পাশেন কৃষি মাঠ থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে আঁধারে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে কয়েক দফা দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে৷যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেন এলাকাবাসী৷
এ সময় উপজেলা ছাত্রদলের সেক্রেটারি রাকিব হাসান সেখানে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলে তাকে আটক করেন মাটি খেকোরা, এরপর রামগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মধ্যভাদুর গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি কাটা বন্ধ করা জন্য বিভিন্ন ভাবে অভিযোগের প্রেক্ষিতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন ভুমি অফিসের তহসিদারসহ লোকজন গিয়ে মাটি কাটার জন্য বলে আসেন এবং ভেকু মেশিন কৃষি মাঠ থেকে তুলে দেন৷ মাটি খেকো দল সরকারি লোক চলে যাওয়ার পর একই দিন রাতে মাটি কাটা শুরু করে দেন৷ ওই রাতে তাদের মাঝে কোন এক বিষয় সমঝোতা বা ভনিভনা না হলে শুরু হয় তাদেরই দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া৷ থানা পুলিশ গিয়ে পরিস্থতি শান্ত করে দেয় ৷ শান্ত পরিবেশে তারা আবার রাত ১১টা থেকে মাটি কাটা শুরু করে দিয়ে সকালে বন্ধ করে৷ আজ ৩০ জানুয়ারি সন্ধ্যা থেকে একই স্থানে ৮/১০ টি ট্রলি ও ১টি ভেকু মেশিন দিয়ে আবার মাটি কাটছেন তারা৷