মোহাম্মদ তারেক রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ঃ৩০ মিনিট রামগঞ্জ মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে এ জসনে জুলুস মিছিল বের করা হয়।
ঘনিয়া সাইদিয়া দরবার শরীফের পীর মাওলানা জুনায়েদুল হকের নেতৃত্বে জসনে জুলুস মিছিলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রামগঞ্জ উপজেলার কয়েকশত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সবুজ কাপড়ে কালেমা খচিত ব্যানার নিয়ে ট্রাক ও অটোরিক্সায় মাইক নিয়ে বিশ্ব নবীর (সাঃ) শানে বিভিন্ন নাতে রাসুল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তাদেরকে, বিশ্ব নবীর আগমন- শুভেচ্ছার স্বাগতম। সকল ঈদের সেরা ঈদ, – ঈদে মিলাদুন্নবী
মিলাদুন্নবীর আলো,- ঘরে ঘরে জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তারা রামগঞ্জের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে মিলিত হয়ে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে।