এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন—এ অভিযোগ তুলে দশম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের টেকনোলজিস্টরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে।
দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না। দেশের সকল ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য। তিনি আরও বলেন, সারা দেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে।
এটি আমাদের ন্যায্য দাবি, এ দাবি মানতেই হবে।
মানববন্ধনে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, অথচ প্রতিবারই আমরা প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।


