ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শুরু হয়েছে আমন মৌসুমের ধান কাটা ও মাড়াইয়ের কাজ। উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী ধানে ভরে উঠেছে মাঠ। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটার কাজে।
উপজেলার পালশা, বুলাকীপুর, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নের মাঠজুড়ে এখন কৃষকদের আনন্দের আমেজ। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে, আর কয়েক দিনের মধ্যেই পুরোপুরি জমে উঠবে আমন কাটার মৌসুম।
কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে আমনের ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি তাদের কিছুটা চিন্তায় ফেলেছে। বর্তমানে প্রতিদিন একজন ধান কাটার শ্রমিককে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মজুরি দিতে হচ্ছে।
উপজেলার বলগাড়ী বাজার এলাকার কৃষক মিঠু মন্ডল বলেন, “এই বছর ধান ভালোই হয়েছে। তবে মজুরি একটু বেশি। তারপরও আমরা খুশি, কারণ গত বছরের তুলনায় ফলন কিছুটা বেড়েছে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ব্রি-ধান ৯৩, ৭৫, ২০, ১৭ ও স্বর্ণা জাতের।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। আমরা আশা করছি, কৃষকরা এবার ভালো দামও পাবেন।”
কৃষকের মুখে হাসি ফিরেছে, মাঠে সোনালী ধানের ঢেউ সব মিলিয়ে ঘোড়াঘাটের গ্রামীণ জনপদ এখন উৎসবের আমেজে ভরপুর।


