ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে শুরু হয়েছে আমনের ধান কাটা

    admin
    October 29, 2025 6:28 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শুরু হয়েছে আমন মৌসুমের ধান কাটা ও মাড়াইয়ের কাজ। উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী ধানে ভরে উঠেছে মাঠ। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটার কাজে।

    উপজেলার পালশা, বুলাকীপুর, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নের মাঠজুড়ে এখন কৃষকদের আনন্দের আমেজ। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে, আর কয়েক দিনের মধ্যেই পুরোপুরি জমে উঠবে আমন কাটার মৌসুম।

    কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে আমনের ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি তাদের কিছুটা চিন্তায় ফেলেছে। বর্তমানে প্রতিদিন একজন ধান কাটার শ্রমিককে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মজুরি দিতে হচ্ছে।

    উপজেলার বলগাড়ী বাজার এলাকার কৃষক মিঠু মন্ডল বলেন, “এই বছর ধান ভালোই হয়েছে। তবে মজুরি একটু বেশি। তারপরও আমরা খুশি, কারণ গত বছরের তুলনায় ফলন কিছুটা বেড়েছে।”

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ব্রি-ধান ৯৩, ৭৫, ২০, ১৭ ও স্বর্ণা জাতের।

    ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। আমরা আশা করছি, কৃষকরা এবার ভালো দামও পাবেন।”

    কৃষকের মুখে হাসি ফিরেছে, মাঠে সোনালী ধানের ঢেউ সব মিলিয়ে ঘোড়াঘাটের গ্রামীণ জনপদ এখন উৎসবের আমেজে ভরপুর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST