সজিব আহমেদ , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা স্পোর্টস একাডেমি আয়োজিত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে নাইজেরিয়ান ফরেন ফুটবল একাদশ টাইব্রেকারে জয় লাভ করেছে। শুক্রবার, ৩১ অক্টোবর, ভালুকায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলায় তারা স্বাগতিক ভালুকা স্পোর্টস ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
নির্ধারিত সময়ে উভয় দলই কোনো গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে, যেখানে নাইজেরিয়ান দলটি স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জয়ী হয়।
খেলাটিকে কেন্দ্র করে ভালুকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।
খেলাটিতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ (পৌর মেয়র প্রার্থী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোর্শেদ আলম (ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক)। মোঃ মোস্তাফিজুর রহমান মামুন (স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য) খেলাটি উদ্বোধন করেন।
খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার জন্য একাডেমিকে ধন্যবাদ জানান। হাজারো দর্শকের উপস্থিতি এই সফল আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।


