ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা ও খৎনা সেবা কর্মসূচি অনুষ্ঠিত

    admin
    November 1, 2025 11:11 am
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী,(চট্টগ্রাম) প্রতিনিধি:

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ সমাজকল্যাণ পরিষদ শুক্রবার (৩১ অক্টোবর) মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা, খৎনা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

    সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুচ্ছাফা। স্বাগত বক্তব্য রাখেন বিনামূল্যে চিকিৎসা ও খৎনা ক্যাম্পের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কাশেম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ।
    সংগঠনের সদস্য সচিব ব্যাংকার মো: জাহাঙ্গীর আলম সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লে. কর্নেল দিদারুল আলম (পিএসসি) অব., অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, ব্যাংকার আ.ন.ম নাছির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, মোহাম্মদ উল্লাহ বাবলু, প্রধান শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক শেখ আহম্মদ, নূর নবী, আবুল কালাম মানিক, দেলোয়ার হোসাইন, ডা. শাহ আলম, নূর খালেক শহীদ, আবছার মুহাম্মদ, আবু রাহেল ফয়সল, লায়ন আনোয়ার হোসেন উজ্জল, শাহিনুল হক শাহেদ, এবং নাজিম উদ্দিন।হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
    এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
    বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রায় পনের শতাধিক সেবা গ্রহীতা শিশু, গাইনি, মেডিসিন, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, নাক-কান ফোঁড়ানো ও খৎনা সহ বিভিন্ন চিকিৎসা সেবা পেয়েছেন।
    এই উদ্যোগটি হাটহাজারীর জনসাধারণের জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST