ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

admin
October 29, 2025 11:40 pm
Link Copied!

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে ৩০ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।


বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বারোমারী মিশন চত্বরে এই তীর্থ উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-ফোর্সদের ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায়, এবছরও দু’দিনব্যাপী এই তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হলো—এই মহৎ আয়োজনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। আমরা পালাক্রমে ডিউটি করে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় বজায় রাখব। আমি চাই, আমাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে মিশন কর্তৃপক্ষ বলেন—‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের আচরণ ছিল সর্বোত্তম’।

তিনি সকল পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন, প্রত্যেকেই নিজ নিজ ডিউটি পয়েন্টে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন। কোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা বস্তু নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বারোমারী মিশন চত্বর ও তীর্থ উৎসবের ইতিহাস

শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা নৈসর্গিক পাহাড়ি পরিবেশের উপত্যকায় অবস্থিত বারোমারী মিশন চত্বরে অনুষ্ঠিত হয় ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’। ১৯৯৭ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে স্থাপন করা এই তীর্থস্থল প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে হাজারো ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে।

ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ময়মনসিংহ ২ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, ওসি, ডিবি মো. রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণও ব্রিফিংয়ে অংশ নেন, যাতে তীর্থ উৎসবের সময় নির্বিঘ্ন নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।

নিরাপত্তা ব্যবস্থা:তীর্থ উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সঠিক প্রস্তুতি নিয়ে ডিউটি করা হচ্ছে, যাতে দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST