পঞ্চগড় প্রতিনিধি, আনিসুর রহমান মানিক
পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সায়েমুজ্জামান। যোগদানের আগে সোমবার (১৭ নভেম্বর) একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি পঞ্চগড়বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার তুলে ধরেছেন।
গত ৯ নভেম্বর পঞ্চগড়ে পদায়ন হওয়ার পর সামাজিক মাধ্যমে স্থানীয় মানুষের উচ্ছ্বাস, শুভেচ্ছা ও অভিনন্দনে তিনি অভিভূত হয়েছেন বলে জানান।
তিনি লেখেন, “অভিনন্দনের জোয়ারে যোগ দিতে গিয়ে অনেকটা প্রত্যাশার চাপ অনুভব করছি। কাজ দিয়ে এই চাপ কমানোর চেষ্টা করবো।”
দীর্ঘদিন সরকারি কর্মকর্তা প্রশিক্ষণদানে যুক্ত থাকা এই কর্মকর্তা বলেন, ‘হয়রানিমুক্ত ও স্বল্প খরচে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।’
চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন জানিয়ে তিনি বলেন, “নিজে দুর্নীতি করি না, অন্যকে করতে দিই না। একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফিরবো।”
আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কাজী সায়েমুজ্জামান লেখেন, “ভোটরক্ষা মানে দেশরক্ষা। ভোটরক্ষা আমার ওপর অর্পিত পবিত্র আমানত। রাগ-অনুরাগ বা লোভের বশবর্তী হয়ে আমি নীতির বাইরে যাব না।”
নিজের ব্যক্তিজীবন সম্পর্কে তিনি বলেন, জীবনে কারও কাছ থেকে ধার নেননি, নেই কোনো ঋণ। হারাম আয় থেকে সর্বদা দূরে থেকেছেন। চাকরিতে কখনো বদলি বা পোস্টিংয়ের জন্য তদবিরও করেননি।
পঞ্চগড়ের বাসিন্দাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আগমনের আমন্ত্রণ জানিয়ে কাজী সায়েমুজ্জামান অনুরোধ করেন, কেউ যেন ফুল বা উপহার না আনেন।
তিনি জানান, গিফট গ্রহণ না করার নীতি তিনি বহু বছর ধরে অনুসরণ করছেন।
“দোয়াই আমার জন্য যথেষ্ট। সবার সহযোগিতা ও দোয়া চাই।’’
জানা গেছে, কাজী সায়েমুজ্জামান আগামীকাল মঙ্গলবার পঞ্চগড়ে এসে তার দায়িত্বভার গ্রহণ করবেন।


