ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
October 17, 2024 7:42 pm
Link Copied!

মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা সদরে ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর আয়োজনে ১৭ই অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্টিত হয়। অত্র বিতর্ক অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, কালাই সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক হারুনুর রশিদ, কালাই ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, ক্ষেতলাল উপজেলার সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোবারক হোসেন ও নান্দাইল দিঘী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্তে অন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শমীমা আক্তার জাহান তিনি বলেন বিতর্ক প্রতিযোগিতা করতে গেলে বিভিন্ন রকমের বই পুস্তক ও পত্রিকা পড়ে জ্ঞান সংগ্রহ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অন্ত থেকে আন্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন এছাড়াও ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর পরিবেশ, শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশ এবং আচার-আচরণ দেখে তিনি খুবই মুগ্ধ হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। পরিশেষে ইউএনও মহোদয় শিক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST