এম হাবিব, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পালশা ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটায় বলাহার উচ্চ বিদ্যালয়ের সন্মেলন কক্ষে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি আলী রেজওয়ানের উদ্বোধনী ভাষনের মাধ্যমে সমাবেশ শুরু হয় এবং
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম সমাবেশে দারসুল কুরআন পেষ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে পেষ করেন । বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার মজলিশে শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা। আরো বক্তব্য পেষ করেন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমীর আজিজার রহমান, সেক্রেটারী ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারী মতলুবুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান, বলাহার ইউনিট জামাতের সভাপতি শাহজাহান আলী প্রমূখ।