ঢাকাWednesday , 9 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

জামালপুর সদরে বেলটিয়া নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

admin
October 9, 2024 6:19 pm
Link Copied!

মোঃরাকিব হাসান জামালপুর।

জামালপুর সদরে বেলটিয়া নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে
গতকাল বুধবার (৯ অক্টোবর) সকাল দশটায় বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন জামালপুর বেলটিয়া কামিল মাদরাসা ও এলাকা বাসীর উদ্যেোগে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অগুনিত মানুষের অংশগ্রহণের এই মানববন্ধনের সভাপতিত্ব করেন বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিম বাবুল। কর্মসূচির শুরতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা মোঃ রমজান আলী। পরে নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন, জামালপুর মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক এম,এ(কামিল)। বেলটিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামরুজ্জামান,বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন জামালপুর এর সভাপতি মোঃ আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক,সাংবাদিক মজনু মোল্লা,লেখক গবেষক মশিউল আলম বাবুল,শেখ আমানুল্যা মাষ্টার প্রমূখ।

শরিফপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক বলেন,বিগত কয়েক দিন ধরেই এই মোড়টায় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে,গত সপ্তাহে দূর্ঘটনায় ড.আব্দুল মজিদ কলেজের একজন প্রভাষক নিহত ও একজন সহকারী অধ্যাপক মারাত্মকভাবে আহত হয়ে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। বারবার এমন দূর্ঘটনার পরেও এই সড়কে কোন নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়নি। আমরা দাবী করছি, যত দ্রুত সম্ভব এই মোড়ের স্পীড ব্রেকার সহ অন্যান্য ব্যাবস্থা গ্রহন করা হোক।

মানববন্ধনে সভাপতি বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিম বাবুল বলেন,গত ৪অক্টোবর বেলটিয়ার এই টিউবওয়েল মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের মাদরাসার শিক্ষক মওলানা মুস্তাফিজুর রহমান সহ আরো তিন জন নিহত হয়েছেন, এর আগেও মানববন্ধনে সভাপতি বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিম বাবুল বলেন,গত ৪অক্টোবর বেলটিয়ার এই টিউবওয়েল মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের মাদরাসার শিক্ষক মওলানা মুস্তাফিজুর রহমান সহ আরো তিন জন নিহত হয়েছেন, এর আগেও দূর্ঘটনায় মানুষ নিহত হয়েছে অথচ জেলা কর্তৃপক্ষ দূর্ঘটনা রোধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।আমরা মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি তুলে ধরেছি,এই বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ের চার পাশে স্পীড বেকার দিতে হবে,প্রতিদিন ট্রাফিক পুলিশ রাখতে হবে, পৌরসভার গেট ভাঙ্গা সহ কয়েকটি দাবী তুলে ধরে বলেন, দ্রুত এই সকল দাবী মেনে নিন,অন্যথায় কঠোর কর্মসূচি নিয়ে আমরা আবার রসথায় নামব,মানববন্ধনে অংশ গ্রহনকারীদের ধন্যবাদ জনিয়ে মোনাজাতের মধ্যে বেলা বারোটায় মানববন্ধনে সমাপ্তি ঘোষনা করেন।

মানববন্ধন শেষে একটি দরখাস্ত জেলা প্রশাসকের বরাবর প্রদান করা হয়। অনুরূপ কপি পুলিশ সুপারের কর্যালয়ে,প্রশাসক জেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর পৌরসভা,সড়ক ও জনপথ বিভাগ এবং সভাপতি প্রেসক্লাবে অবগতির জন্য প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST