এস এম আসাদুল্লাহ, পঞ্চপড় থেকে//
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সততা চর্চায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ২ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় শিক্ষার্থীদের নিয়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হালিম, সাংবাদিক মাসুদ পারভেজ, প্রভাষক কমল চন্দ্র রায়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিক ও তনবিরুজ্জামান রুবেল, সহকারী শিক্ষক অখিল বন্ধু রায় ও সমাজ সেবক শিশির আসাদ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সততা চর্চায় উৎসাহিত করতে ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, খাতা, টিফিন বক্স, পানির পট এবং স্কেল বিতরণ করা হয়।
এর আগে, দুপুরে অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আরো ১১৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।